বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুহাম্মাদ (সা.) এর ‘কার্টুন’ আঁকা কার্টুনিস্ট মারা গেছেন

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:৪৪

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর কার্টুন আঁকার জন্য আলোচিত- সমালোচিত ডেনমার্কের কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবর প্রকাশ করেছে বিবিসি।

স্থানীয় বার্লিংস্কে পত্রিকার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কার্টুনিস্টের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। সেটির কারণেই মারা গেছেন।

১৯৮০ সালের শুরু থেকেই রক্ষণশীল জিলল্যান্ডস-পোষ্টেন পত্রিকার কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন কার্ট ওয়েস্টারগার্ড। ২০০৫ সালে হযরত মুহাম্মাদ (সা.) এর কার্টুন আঁকার পর থেকেই মূলত তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান।

No description available.

পত্রিকাটিতে কার্টুন প্রকাশের পরই ডেনমার্কজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এছাড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর হাইকমিশনারদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ পেতে শুরু করে দেশটির সরকার।

২০০৬ সালের ফেব্রুয়ারি নাগাদ পুরো মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় বিভিন্ন দেশে থাকা ডেনমার্কের দূতাবাসও হামলার শিকার হয় এবং অনেকেই নিহত হন।

ইত্তেফাক/টিএ