শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্মৃতিকথা প্রকাশ করবেন প্রিন্স হ্যারি

আপডেট : ২০ জুলাই ২০২১, ১০:২০

নিজের স্মৃতিকথা লিখছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। পেঙ্গুইন র‍্যান্ডম হাউজ থেকে বইটি প্রকাশিত হবে। মঙ্গলবার (২০ জুলাই) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ রাজপরিবারের কোনো সিনিয়র সদস্য আগে কখনো এ ধরনের বই লেখেননি বলে জানিয়েছে ব্রিটেনের গণমাধ্যমগুলো। প্রকাশকের তরফ থেকে বলা হয়েছে, এই বইটিতে হ্যারির জীবনের ভুল এবং সেসব থেকে তার শিক্ষার বিষয়গুলো উঠে আসবে।

এক বিবৃতিতে হ্যারি বলেছেন, একজন প্রিন্স হিসেবে আমি এই বইটি লিখছি না। বরং আমি যে ধরনের মানুষ হয়েছি তা নিয়েই লিখছি। জীবনের উত্থান-পতন, ভুল এবং যেসব আমি শিখেছি সেগুলোই আমি বলেছি এখানে।

হ্যারির ১২ বছর বয়সে তার মা প্রিন্সেস ডায়ানা এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। এই বইয়ে সেই প্রসঙ্গ থাকবে। এছাড়া হ্যারির সামরিক জীবন ও সৈনিক হিসেবে আফগানিস্তানে তার দুইটি সফরের কথাও উল্লিখিত হবে এ স্মৃতিকথায়।

ইত্তেফাক/এসএ