বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট, যুক্তরাষ্ট্রে নারী কংগ্রেস সদস্যের টুইটার একাউন্ট স্থগিত

আপডেট : ২০ জুলাই ২০২১, ১২:৫৬

রিপাবলিকান দলের নারী কংগ্রেস সদস্য মারজোরি টেইলর গ্রিনের টুইটার একাউন্ট সাময়িক স্থগিত করা হয়েছে। তিনি দুইটি পোস্টে করোনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য উল্লেখ করেছেন বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ জুলাই) এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আগামী ১২ ঘণ্টা তার একাউন্ট শুধু 'রিড অনলি' মুডে থাকবে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি পোস্টে মারজোরি লিখেছেন, করোনার ভ্যাকসিন আবশ্যিক নয়। আরেকটি পোস্টে তিনি বলেন, ৬৫ বছরের কমবয়স্কদের জন্য করোনা ভয়ঙ্কর নয়।

দুইটি পোস্টকেই বিভ্রান্তিকর বলে চিহ্নিত করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এর আগে গত এপ্রিলেও টুইটারে সাসপেন্ড হয়েছিলেন মারজোরি। পরে তা তুলে নেয় কর্তৃপক্ষ। তখন বলা হয়েছিল, স্বয়ংক্রিয় মডারেশন সিস্টেমের ভুলে ওই স্থগিতাদেশ হয়। তবে এবার সত্যি সত্যিই ১২ ঘণ্টার জন্য স্থগিত হয়েছে গ্রিনের একাউন্ট।

ইত্তেফাক/এসএ