শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বৃষ্টিতে পাকিস্তানে চীনের তৈরি বিমানবন্দরের সিলিংয়ের অংশ ধসে পড়েছে

আপডেট : ২১ জুলাই ২০২১, ২১:১৭

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে চীনের তৈরি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সিলিং আংশিকভাবে ভেঙে পড়েছে। গত সোমবার (১৯ জুলাই) এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দ্য ডনের বরাত দিয়ে সিফ.কমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির পানি বিমানবন্দরের ছাদ থেকে অভিবাসনসহ বেশ কয়েকটি কাউন্টারের উপর দিয়ে ঢালাওভাবে পড়ছিল এবং কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি ক্ষতিগ্রস্থ করেছে।

পানির ওজনের কারণে সিলিংয়ের অংশগুলো বিধ্বস্ত হওয়ার সময় বিমানবন্দর কর্মীরা অসহায় হয়ে দাঁড়িয়ে ছিলেন। কর্মকর্তা আশা করছেন, এমন ঘটনা পুনরায় আর ঘটবে না।

২০১৮ সালে উদ্বোধন হওয়া বিমানবন্দরটির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নির্মাণ প্রকৌশল কর্পোরেশনকে (সিএসসিইসি)।

ইত্তেফাক/টিএ