শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৫:৩০

আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই তালেবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুলাই) তথ্যটি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

আফগান সরকারি বাহিনীর বরাত দিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগান সেনাবাহিনীকে সহযোগিতা করতেই বিমান হামলা চালানো। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা আরও বলেন, আফগান বাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা আরও চালানো হবে। আর এটির বৈধতা দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি।

এর আগে বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র আফগান নিরাপত্তা বাহিনী ও সরকারকে সহযোগিতা দেবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে বলেন, ইতিমধ্যে তালেবানরা আফগানিস্তানের ৪০০ এর অধিক এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে জনবহুল প্রধান শহরগুলো নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা।

ইত্তেফাক/টিএ