বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরে নির্বাচন, আপনার যা জানতে হবে

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৯:২৭

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই আগামী রবিবার (২৫ জুলাই) পাকিস্তান অধ্যুষিত কাশ্মির বা আজাদ কাশ্মিরে (পিওকে) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা নিয়ে অঞ্চলটিতে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী-সমর্থকরা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

নির্বাচন সম্পর্কে আপনার যা কিছু জানা প্রয়োজন

No description available.

মোট ভোটার - ৩.২ মিলিয়নের বেশি
বিধানসভার সদস্য - ৫৩
মোট প্রার্থী - সাত শতাধিক
অংশগ্রহণ করা রাজনৈতিক ও ধর্মীয় দল - ৩২
সাধারণ আসন - ৪৫
সংরক্ষিত আসন - ৮ ( পাঁচটি নারীদের, একটি ধর্মীয় পণ্ডিতের, একটি টেকনোক্র্যাট ও অন্যটি বিদেশি কাশ্মিরিদের জন্য)। নির্বাচনের পর এই আসনগুলোতে মনোনয়ন দেওয়া হবে।

এছাড়া ৪৫ সাধারণ আসনের মধ্যে আটটি কাশ্মিরি শরণার্থীদের জন্য বরাদ্দ। যারা ১৯৪৭ ও ১৯৬৫ সালে ভারত অধ্যুষিত কাশ্মির থেকে এখানে এসে এখানে বসবাস করছেন। ৭০০ প্রার্থীর মধ্যে নারী সদস্য মাত্র ২০ জন।

নির্বাচনে অংশ নেওয়া প্রধান রাজনৈতিক দলগুলো হলো- ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ), পাকিস্তান পিপলস পার্টি, জম্মু এন্ড কাশ্মির মুসলিম কনফারেন্স, জামায়াত ইসলাম, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান এবং জম্মু এন্ড কাশ্মির ডেমোক্র্যাটিক পার্টি।

ইত্তেফাক/টিএ