মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জম্মু-কাশ্মিরে উদ্ধার ড্রোনটি হেক্সাকোপ্টার ছিল

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৮:১০

জম্মু-কাশ্মিরে গতকাল শুক্রবার (২৩ জুলাই) পুলিশ কর্তৃক গুলি করে নামিয়ে ফেলা আইইডি বোঝাই ড্রোনটি একটি হেক্সাকোপ্টার ছিল। এটিতে নির্ধারিত স্থানে যথাযথ উপাদান ফেলার জন্য দুটি জিপিএস সিস্টেম ইন্সটল করা ছিল। ফরেনসিক তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। খবর প্রকাশ করেছে নিউজ ১৮।

প্রতিবেদনে বলা হয়, ড্রোনটির ফিরে যাওয়ার জন্য এর মধ্যে স্বয়ংক্রিয় বিশেষ সুবিধা রয়েছে। এটির ফ্লাইট নিয়ন্ত্রণকারী হংকংয়ের হেক্স প্রযুক্তি।

ফরেনসিক তদন্ত রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, সর্বোচ্চ ২৬ কেজি বস্তুর ওজন নিয়ে ড্রোনটি উড়তে সক্ষম। এর মধ্যে এয়ারফ্রেম ১০ কেজি ও ব্যাটারি ১০ কেজি। অর্থাৎ, এটির নিজস্ব ওজন ২০ কেজির বাহিরে মাত্র ৬ কেজি অতিরিক্ত ওজনের বস্তু বহন করতে পারে।

এটির কাজের ফ্রিকোয়েন্সি ৯০০- ৯৩০ মেগাহার্টজ, গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার, যাওয়া-আসা মিলিয়ে সর্বাধিক উড়ানের সময় এটি ৪০ মিনিট সময় নেয়, অতীতে এটি ১৪ ঘণ্টা উড়েছিল।

ঘটনার পর কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটি আন্তর্জাতিক সীমান্ত বরাবর কানাচকের সীমান্ত বেল্টে উড়েছিল।

ইত্তেফাক/টিএ