বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাহাড় থেকে ধেয়ে আসা শিলাখণ্ডের আঘাতে ৯ পর্যটকের মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৯:২৩

ভারতের হিমাচল প্রদেশের স্যাঙ্গলা উপত্যকায় পাহাড় থেকে শিলাখণ্ড ধেয়ে এসে মারাত্মক আঘাত হেনেছে। এতে অন্তত ৯ পর্যটকের প্রাণহানি ঘটেছে। আজ রবিবার (২৫ জুলাই) স্যাঙ্গলা উপত্যকার পাহাড়ে ভয়াবহ ভূমিধসে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, স্যাঙ্গলা উপত্যকায় পাহাড়ে ভয়াবহ ভূমিধসের সময় শিলাখণ্ড ছুটে এসে একটি সেতুতে আঘাত করলে অন্তত ৯ পর্যটক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের ওপর থেকে বিশালাকারের বেশ কয়েকটি শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে ধেয়ে এসে একটি সেতুতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই সেতুটির একটি অংশ নদীতে ভেঙে পড়ে।

স্থানীয় পুলিশ সুপার সাজু রাম রানা জানান, হতাহতদের সবাই পর্যটক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

 

हिमाचल प्रदेश के किन्नौर में भूस्खलन से हुआ हादसा अत्यंत दुखद है। इसमें जान गंवाने वाले लोगों के परिजनों के प्रति मेरी हार्दिक संवेदनाएं। दुर्घटना में घायल हुए लोगों के इलाज की पूरी व्यवस्था की जा रही है। मैं उनके शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi

— PMO India (@PMOIndia) July 25, 2021

 

এদিকে, স্থানীয় আবহাওয়া অধিদফতরের সতর্কতায় বলা হয়েছে, আগামী কয়েকদিন ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশে ভূমিধস হতে পারে।

ইত্তেফাক/টিএ