শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে ট্রাকের ধাক্কায় বাসের সামনে ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০৯:৫১

ভারতের উত্তরপ্রদেশে আজ বুধবার (২৮ জুলাই) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের ধাক্কায় একটি বাসের সামনে রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভির।

জানা যায়, নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। মঙ্গলবার রাতে তারা হরিয়ানা থেকে এসেছিলেন। পথে বাসটি বিকল হলে রাস্তার ওপরেই বাসের সামনে ঘুমিয়ে ছিলেন সবাই। সে সময় ট্রাকটি পেছন দিক থেকে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

18 Sleeping On Road Dead As Truck Hits Bus In Uttar Pradesh's Barabanki

উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, ঘুমিয়ে থাকাই যে তাদের কাল হবে সেটা তারা বুঝতে পারেননি। বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি কেউ। ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারালেন। এদিকে, দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ইত্তেফাক/টিআর