শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:৩৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল এবং ক্ষমতাসীন জোটের বৃহত্তম ব্লক। সরকার জরুরি অধ্যাদেশ পরিচালনা করার বিষয়ে বাদশার তিরস্কার করার পরে আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) এ আহ্বান জানানো হয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে মুহিউদ্দিন সরকার বলেছিল যে, জানুয়ারিতে একটি জাতীয় জরুরি অবস্থা জারি করার পরে কার্যকর হওয়া সব অধ্যাদেশ গত ২১ জুলাই বাতিল করা হয়েছে।

মুহিউদ্দিনের পরামর্শে বাদশাহ আল-সুলতান আবদুল্লাহ জরুরি অবস্থা জারি করেছিলেন। তখন তিনি বলেছিলেন, মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে এটি জরুরি। তবে সমালোচকরা এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে প্রাসাদ বলছে, বাদশার সম্মতি ছাড়াই জরুরি অধ্যাদেশ প্রত্যাহার করা হয়েছে।

ইত্তেফাক/টিএ