শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৮:৪৭

বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে দুই দফা রকেট হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) এ ঘটনা ঘটে। তবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

সদ্যই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমী। এরপরই এই হামলার ঘটনা ঘটলো। গত সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে চাপ দেন তিনি।

বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। এ বিষয়ে কাদিমী ও জো বাইডেন আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিও স্বাক্ষর করেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন অবস্থান লক্ষ্য করে বারবার হামলার ঘটনা ঘটছে। এসবের পেছনে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/টিএ