শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০, নিখোঁজ ১৫০

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:১৪

আকস্মিক বন্যায় নারী, শিশুসহ কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছে আফগানিস্তানে। প্রচুর বৃষ্টিপাতের ফলে দেশটির নুরিস্তান প্রদেশে এই বন্যার সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক বাসিন্দা এখনো কাদা ও বিধ্বস্ত ঘরবাড়িতে অবস্থান করছে বলে জানা গেছে। নিখোঁজ ১৫০ জনের অধিক বলে জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, নুরিস্তানের কামদেশ এলাকাটি এখন তালেবানের নিয়ন্ত্রণে। সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে। এই এলাকায় স্বাভাবিক সময়েই পৌঁছানো বেশ কঠিন। তার মধ্যে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় সেখানে যাওয়া দুর্বিসহ হয়ে দাড়িয়েছে। এরপরও উদ্ধারকারী দল সেখানে যেতে তালেবানের সঙ্গে আলোচনা চলছে।

Floods kill 40 in north Afghanistan, 150 missing: officials | News |  Bangladesh Sangbad Sangstha (BSS)

এক বিবৃতিতে আফগানিস্তান সরকার জানায়, কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছে। তবে তালেবানদের দাবি, বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৫০ জন। এছাড়া, কামদেশে কর্মরত এক প্রকৌশলী এক আফগান সাংবাদিককে বলেছেন, সেখানে মৃত্যু ২০০ ছাড়িয়ে যেতে পারে।

বন্যার পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে তারা নিজেদের উদ্ধারকারী দল পাঠিয়েছে। এ ছাড়া ওই এলাকার বাসিন্দাদের সহায়তা করতে ৬২ হাজার ডলার ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তালেবান।

ইত্তেফাক/টিআর