বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দ্বিতীয় মেয়াদে হামাসের প্রধান নির্বাচিত হলেন ইসমাইল হানিয়াহ

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৭:৩৪

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি ইসলামিক গ্রুপ হামাসের প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন ইসমাইল হানিয়াহ। আজ রবিবার (১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে তথ্যটি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

এক কর্মকর্তা জানান, দ্বিতীয় মেয়াদে হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়াহ। আগামী চার বছর তিনি এ পদে থাকবেন।

২০১৭ সাল থেকেই হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়াহ। এই সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকবার সহিংসতায় জড়িয়েছে গোষ্ঠিটি। সর্বশেষ গত মে মাসে টানা ১১ দিনের সহিংসতায় নারী-শিশুসহ গাজায় অন্তত ২৫০ ও ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছেন।

গাজায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন ইসমাইল হানিয়াহ। ৫৮ বছর বয়সী এই নেতা ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন।

ইত্তেফাক/টিএ