শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বেই রাজনীতি ছাড়লেন বাবুল!

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০২:০৭

পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বাবুল সুপ্রিয়র সংঘাত পুরোনো। সেই দ্বন্দ্বেই যে তিনি বিজেপি ত্যাগ করে এমপি পদ ছাড়ছেন, তা ফের স্পষ্ট করে দিয়েছেন বাবুল সুপ্রিয় নিজেই। ফেসবুকে নতুন একটি পোস্টে তিনি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশে লিখেছেন, রাজনীতিতে না থাকলে তার মতো ব্যক্তিত্বদের সঙ্গে রোজ রোজ কাজ করতে হবে না।

গত শনিবার বাবুলের পদত্যাগ প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, ‘ফেসবুকে কে কী লিখলেন আমি দেখি না। উনি কী ইস্তফা দিয়েছেন?’ একই সঙ্গে তিনি বলেন, ‘কে কোথায় যাচ্ছেন, তা নিয়ে আমি কেন বলব? রাজনীতিতে আসা বা ছেড়ে দেওয়া যে কারও ব্যক্তিগত বিষয়। মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব, তা ঠিক করব। আগে মাসির গোঁফ তো হোক!’

West Bengal Election Results 2021: BJP Babul Supriyo Attacks Mamata  Banerjee On TMC Big Win In Bengal | Babul Supriyo On Election : 'বঙ্গবাসীর  ঐতিহাসিক ভুল', মমতাকে নিষ্ঠুর মহিলা বললেন বাবুল

সেই প্রসঙ্গ তুলে নতুন ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় লিখেছেন, “পড়লাম আপনাদের কমেন্টগুলো। যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ‘ভাষা’ ব্যবহার করেছেন—সবটাই শিরোধার্য। কিন্তু আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও তো দিতে পারি। তার জন্য মন্ত্রী বা এমপি থাকার কী দরকার? একটু সময় দিন না আমাকে। কটা গান বা শোতেই বা গাইব আমি এখন। হাতে অনেকটাই সময় থাকবে। অন্তত দেখুন, এ ধরনের ‘ব্যক্তিত্ব’ বা নির্বোধ মন্তব্যের সঙ্গে তো আর রোজ রোজ মোকাবিলা করতে হবে না!! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো, যেটা অন্য সত্ কাজে লাগাতে পারব!!” এরপরই টাটকা উদাহরণ দিলাম বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে করা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যটি ছবি আকারে তুলে দিয়েছেন এমপি বাবুল সুপ্রিয়।

এ প্রসঙ্গে বিজেপি নেতা তথাগত রায় টুইটারে লিখেছেন, ‘বাবুল সুপ্রিয়র বিদায়ে ব্যথিত। আমাদের মধ্যে একটা প্রজন্মের তফাত হলেও আমি তাকে বন্ধু হিসেবেই দেখতাম। আমি তাকে বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হইনি। রাজনীতিতে থাকতে হলে ধৈর্য একটি অত্যাবশ্যক উপাদান। আশা করি, বাবুল যা করেছেন ভেবেচিন্তেই করেছেন।’

ইত্তেফাক/টিআর