শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে সহিংসতায় একদিনে ৪০ সাধারণ মানুষের প্রাণহানি

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০১:৩২

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহে সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে তীব্র লড়াইয়ে একদিনেই ৪০ জন সাধারণ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও শতাধিক। মঙ্গলবা্র (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের অ্যাসিসট্যান্স মিশন। খবর প্রকাশ করেছে বিবিসি।

একইসঙ্গে তারা সতর্ক করে বলেছে, অঞ্চলটিতে নির্বিচারে গুলি এবং বিমান হামলা চালাচ্ছে দুই বাহিনী। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক লোকজন।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, লস্করগাহে এক ডজনের বেশি রেডিও এবং টিভি স্টেশন দখলমুক্ত করেছে সরকারি বাহিনী। অন্যদিকে, হেরাত শহরে তালেবানদের প্রতিহত করা হয়েছে। এরপরই স্থানীয় বাসিন্দারা বাড়ির ছাদে উঠে স্লোগান দিয়েছেন।

বিবিসি বলছে, তীব্র লড়াই হলেও লস্করগাহের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন তালেবান যোদ্ধারা। এর মধ্য দিয়ে দেশটির প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর পতন হতে পারে।

ইত্তেফাক/টিএ