মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইব্রাহিম রাইসি

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:২৮

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক বিচারপতি ইব্রাহিম রাইসি। বৃহস্পতিবার (৫ আগস্ট) পার্লামেন্টে শপথ নেন তিনি। কট্টরপন্থী এই নেতা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন বলে পরিচিত। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দেশে এবং বিদেশে ক্রমবর্ধমান সংকটের মুখে ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইব্রাহিম রাইসি। এর আগে গত জুনে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেন তিনি।

গত মঙ্গলবার (৩ আগস্ট) আয়াতুল্লাহ আলী খামেনি নির্বাচনে ইব্রাহিম রাইসির জয়ের স্বীকৃতি দেন। ওইদিনই মূলত আগামী চার বছরের জন্য ইরানের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয়েছে তার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত শপথ অনুষ্ঠানে রাইসি বলেন, পবিত্র কোরআনের উপস্থিতিতে এবং জাতির সামনে, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে রাষ্ট্রীয় ধর্ম এবং ইসলামী প্রজাতন্ত্রের পাশাপাশি দেশের সংবিধান রক্ষার শপথ করছি।

ইত্তেফাক/টিএ