শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রুডোর নির্বাচনী প্রচারণায় পাথর নিক্ষেপ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৯

আগামী ২০ সেপ্টেম্বর কানাডায় নির্বাচন। সেই উপলক্ষে অন্টারিওর লন্ডনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যান দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি বার (মদ্যশালা) পরিদর্শন করার পর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত বাসে ফিরছিলেন ট্রুডো। ঠিক তখনই তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। তবে সৌভাগ্যক্রমে তিনি কোনো আঘাত পাননি।

No description available.

এর আগে আগস্টের মাঝামাঝিতে জরুরিভাবে নির্বাচন আয়োজনের ডাক দেন ট্রুডো। নিজের বামপন্থী লিবারেল পার্টির জন্য সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশা নিয়েই তার এ পদক্ষেপ।

কিন্তু কোভিড-১৯ ভ্যাকসিন ম্যান্ডেট এবং অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের কারণে তার প্রচারণা ব্যাহত হয়।

এক সপ্তাহ আগেই বিক্ষোভকারীদের কারণে একটি নির্বাচনী র‌্যালি বাতিল করতে বাধ্য হন কানাডার প্রধানমন্ত্রী।

ঘটনার পর সাংবাদিকদের জাস্টিন ট্রুডো বলেন, পাথর নিক্ষেপের কারণে তিনি কাঁধে আঘাত পেয়ে থাকতে পারেন।

ইত্তেফাক/টিএ