বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইন্দোনেশিয়ায় জেলখানার অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪৪

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৬

ইন্দোনেশিয়ায় তাংগেরাং জেলখানার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ এ দাঁড়িয়েছে। এ অবস্থায় কারা কর্তৃপক্ষ জেলখানায় বন্দির সংখ্যা কমাতে চাইছে। তারা মাদকের সঙ্গে সংযুক্ত অপরাধীদের রিহ্যাবে পাঠানোর কথা চিন্তা করছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রাথমিকভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জন কয়েদি মৃত্যুবরণ করলেও পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় থাকা আরো ৩ জন কয়েদি প্রাণ হারান। এ তথ্য জানিয়েছেন কারা কর্তৃপক্ষের একজন মুখপাত্র। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের শিকার সকলেই জেলখানার কয়েদি ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়। তারা আশঙ্কা করছেন বৈদ্যুতিক সমস্যাজনিত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

গত বুধবার তাংগেরাং কারাগারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুতই কারাগারের একটি ব্লকে ছড়িয়ে পরে যেখানে স্বাভাবিকের তুলনায় ৩ গুণ বেশি কয়েদি ছিলেন। ব্লকটি নির্মিত হয়েছিল ৩৮ জন কয়েদির জন্য কিন্তু দুর্ঘটনার সময় সেখানে অবস্থান করছিলেন ১২২ জন কয়েদি। এদের বেশিরভাগই মাদক সম্পর্কিত অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।

ইত্তেফাক/এফএইচ/এসএ