বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে নিখোঁজ উইঘুর নারীকে স্মরণ করলো মানবাধিকার গ্রুপ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪

উইঘুর মুসলিমদের ওপর চীনের অত্যাচারের বিরুদ্ধে কথা বলার দায়ে ২০ বছরের কারাদণ্ড পেয়েছেন ড. গুলশান আব্বাস। গত তিন বছর ধরে তিনি কারাগারে আছেন। তিনি উইঘুর মুসলিমদের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গ্রুপ সিএফউ'র নির্বাহী পরিচালক রওশন আব্বাসের বোন।

বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্যাম্পেইন শুরু করেছেন গুলশান আব্বাসের কন্যা জিবা মুরাত। সাজা হওয়ার পর থেকে গত তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন তিনি।

Activist Rushan Abbas with a poster of her sister, Gulshan Abbas.

গত শনিবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিএফউ জানিয়েছে, গুলশান আব্বাসের কারাভোগের তিন বছর সম্পন্ন হয়েছে। তিন বছর ধরে তার কন্যা মায়ের কন্ঠ শুনতে পায়নি। শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করার অধিকার হারানোর তিন বছর। উইঘুরদের ওপর চীনা গণহত্যার বিরুদ্ধে কথা বলার শাস্তির তিন বছর।

এর আগে চলতি বছরের শুরুতে গুলশান আব্বাসের মুক্তির দাবি জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

ইত্তেফাক/টিএ