বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাইতির প্রেসিডেন্টকে হত্যায় প্রধানমন্ত্রীর জড়িত থাকার অভিযোগ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৬

গত ৭ জুলাই আততায়ীদের হাতে নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। এবার এই হত্যায় জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির বিরুদ্ধে। এটা চাইছেন দেশটির চিফ প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লড। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টকে হত্যার দিন প্রধান সন্দেহভাজনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন হেনরি- এমন তথ্য উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। এর ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করতে বিচারকের কাছে আর্জি জানিয়েছে তিনি।

ক্লড বলেন, 'হেনরির বিরুদ্ধে মামলা করার জন্য এবং সরাসরি অভিযোগের জন্য যথেষ্ট উপাদান রয়েছ।' এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেননি হাইতির প্রধানমন্ত্রী।

ইত্তেফাক/এসএ