শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে মসজিদে বোমা হামলার অভিযোগে ট্রান্সজেন্ডার নারীর ৫৩ বছরের কারাদণ্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০৩

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ২০১৭ সালে একটি মসজিদে বোমা হামলাকারী এক রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) নারীকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি।

জানা যায়, ঐ নারী দ্য হোয়াইট র‍্যাবিটস নামে একটি সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিতেন।

US mosque-bomber gets 53 years in prison - World - Dunya News

৫০ বছর বয়সী এমিলি ক্লেয়ার হ্যারি বোমা হামলা, ধর্মীয় স্থাপনায় ক্ষতি, প্রার্থনায় বাধাদানসহ মোট ৫টি অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন।

বিবৃতিতে বিচার বিভাগ জানায়, হামলায় হ্যারিকে মাইকেল হ্যারি নামের পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছিলো। তিনি ইলিনয়েসের ক্লেয়ারেন্স এলাকায় একটি সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠীকে সংগঠিত করেন। তিনি মাইকেল ম্যাকহোর্টার ও জোয়ে মরিস নামের দুই ব্যক্তিকে নিজের সংগঠনে অন্তর্ভুক্ত করেন। তারা মিনেসোটার ব্লুমিংটনে দার আল-ফারুক ইসলামিক সেন্টারে ২০১৭ সালের ৫ আগস্ট হামলা চালায়। হামলায় কেউ হতাহত হয়নি।

২০১৯ সালের জানুয়ারি ম্যাকহোর্টার ও মরিস বোমা হামলার দায় স্বীকার করে। তাদের দুজনের শাস্তি এখনও ঘোষণা করা হয়নি।

ইত্তেফাক/টিআর