বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রিটিশ মন্ত্রিসভায় রদবদল, নতুন শিক্ষামন্ত্রী নাদিম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৩

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল শুরু হয়েছে। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম জাহাভি। তিনি আগে টিকামন্ত্রী ছিলেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) ব্রিটিশ মন্ত্রিসভায় বেশ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। সেই ধারাবাহিকতায় সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাদিম জাহাভি।

ব্রিটিশ কলেজ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড হিউজেস বলেছেন, মহামারিতে শিক্ষা বিভাগকে নেতৃত্ব দেওয়া গেভিন উইলিয়ামসনের জন্য একটি অস্থির যাত্রা ছিল।

জাহাভির সঙ্গে আগেও শিক্ষানবিশ এবং বিশেষ শিক্ষাগত চাহিদা ও অক্ষমতা নিয়ে কাজ করেছেন জানিয়ে তিনি বলেন, আমি আশা করি যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন কলেজগুলো চালিয়ে যাবেন। পাশাপাশি মহামারি থেকে পুনরুদ্ধারে নিজেদের ভূমিকা এবং এজেন্ডার বাস্তবায়ন করবে।

ইত্তেফাক/টিএ