মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন জাতিসংঘ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৩

উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এক বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্ররা বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করেছে।

জাতিসংঘে ফরাসী রাষ্ট্রদূত ডি রিভিয়েরে বলেন, এ বিষয়ে সকলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমরা সকলে উত্তর কোরিয়ার এ পরীক্ষার নিন্দা জানিয়েছি। এটি আমাদের শান্তি ও নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকি এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। 

রিভিয়েরে আরো বলেন, আমাদের অবশ্যই রাজনৈতিক আলোচনা প্রয়োজন। সাথে সাথে খুব দ্রুত এর রাজনৈতিক সমাধান করতে হবে। তবে এর পূর্বশর্ত হচ্ছে উত্তর কোরিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হতে হবে। 

council: Security Council 'concerned' about 'major threat' from North Korea  missiles: France - Times of India

তিনি বলেন, এ পরীক্ষা উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া, জাপান এবং এমনকি বিশ্বের জন্যেও হুমকি। 

তিনি নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হয়ে আলোচনা পুনরায় শুরুর জন্যে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান। লন্ডন থেকে এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর উত্তর কোরিয়ার পরীক্ষার নিন্দা জানিয়েছেন এবং একে নিরাপত্তা পরিষদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। 

এদিকে বুধবার দিনের প্রথম দিকে দক্ষিণ কোরিয়া সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর পর উত্তর কোরিয়া সমুদ্রে আরো দুইটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। অবস্থাদৃষ্টে পর্যালোচকরা বলছেন, এখনও কৌশলগত যুদ্ধে লিপ্ত এ দু’টি দেশ যেন অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে।

জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দক্ষিণ কোরিয়ার ওপর জাতিসংঘের কোন নিষেধাজ্ঞা নেই। কিন্তু উত্তর কোরিয়ার ওপর এ নিষেধাজ্ঞা রয়েছে। 

এ ছাড়া দেশটি বিশেষ করে ২০১৭ সাল থেকে বড় ধরনের অর্থনৈতিক অবরোধেরও শিকার। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় চাচ্ছে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ও পরমাণু অস্ত্রের সক্ষমতা সীমিত রাখতে।

ইত্তেফাক/এএইচপি