শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জেল পালানো শেষ দুই ফিলিস্তিনিও আটক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬

ইসরায়েলি বাহিনী দেশটির কঠোর নিরাপত্তায় ঘেরা জেল থেকে পালানো ছয় ফিলিস্তিনির শেষ দুজনকেও পুনরায় আটক করেছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা  জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বহু ফিলিস্তিনির কাছে নায়ক বনে যাওয়া এই ছয় জন ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে আটক ছিল। কিন্তু তারা একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে সম্প্রতি জেল থেকে পালায়। ইসরায়েলি বাহিনী তাদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করে। শেষ পর্যন্ত একে একে সকলকে পুনরায় আটক করতে সক্ষম হয়।

শেষ যে দুজনকে পুনরায় আটক করা হয়েছে তারা হলেন ফিলিস্তিনী ইসলামিক জিহাদের সদস্য ৩৫ বছর বয়সী কামামজি এবং ২৬ বছর বয়সী মুনাদেল ইনফিয়াত। তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

What fate awaits the rearrested Palestinian prisoners? | Courts News | Al  Jazeera

এদিকে ইসরায়েলের জিলবোয়া কারাগার থেকে পালানোর পর গ্রেপ্তার হওয়া চার ফিলিস্তিনিকে নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নাদি আল-আসির সেন্টার।

নাবলুসে ফিলিস্তিনি বন্দিদের এই সংগঠনটি বলেছে, চার বন্দির একজন হচ্ছে জাকারিয়া জুবাইদি। এই বন্দিকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। তার শরীরে এখন শুধু নির্যাতনের চিহ্ন।

ইত্তেফাক/এএইচপি