শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের অন্যতম প্রধান ধর্মীয় সংস্থার শীর্ষ গুরুর আত্মহত্যা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮

ভারতের অন্যতম প্রধান ধর্মীয় সংস্থা সর্বভারতীয় আখড়া পরিষদের শীর্ষ নেতা নারেন্দ্রা গিরি আত্মহত্যা করেছেন। পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ সেপ্টেম্বর) উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিজ বাড়িতে নারেন্দ্রা গিরির মরদেহ পাওয়া যায়। সেখানে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ।

প্রয়াগরাজ পুলিশ প্রধান কেপি সিংহ বলেন, আমরা সুইসাইড নোটটি পড়েছি। তিনি ভিষন্নতায় ভুগছিলেন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তার মৃত্যুর পর আশ্রমের কী হবে সেটিও লিখেছেন।

এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

ইত্তেফাক/টিএ