বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কে হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৯

কানাডায় ৪৪তম কেন্দ্রীয় সরকারের নির্বাচন চলছে। ভোরে জানা যাবে কে হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী। কনজারভেটিভ পার্টির এরিন ওটুল নাকি লিবারেল পার্টির জাস্টিন ট্রুডো। জাস্টিন দায়িত্ব নিলে তিনি হবেন তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী।

যদিও বিভিন্ন জরিপ বলছে, কানাডিয়ান এয়ার ফোর্সে ১২ বছরের চাকরি শেষ করা এরিন তছনছ করে দিতে পারেন ট্রুডোর শিবির।

ট্রুডোর দল লিবারেল পার্টি অব কানাডার জনপ্রিয়তা এখন ৩২ শতাংশ এবং কনজারভেটিভদের ৩১ শতাংশ। অবশ্য অন্য জরিপে কনজারভেটিভ এগিয়ে আছে ১ পয়েন্টে। কানাডিয়ানদের কাছে ওটুলের জনপ্রিয়তা বেড়েছে। নির্বাচনী প্রচারণায় ওটুলের অনেক উদ্যোগের কথা কানাডিয়ানদের মনোযোগ আকর্ষণ করেছে। অথচ এর আগে ট্রুডো যখন ২০ সেপ্টেম্বরে নির্বাচনের ঘোষণা দিলেন তখন জনমত জরিপে তিনি বিপুলভাবে এগিয়ে ছিলেন। 

সর্বত্রই আলোচনা হচ্ছে- নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আড্ডা, আলোচনা, জরিপে যাই হোক না কেন, ভোটারদের রায়ই বলে দেবে- এরিন নাকি জাস্টিন হচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী। 

 

ইত্তেফাক/ইউবি