শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানের তহবিল স্থগিত করলো আইএমএফ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:১১

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানের জন্য নির্ধারিত তহবিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে তারা দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছে।

টোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আইএমএফ তার সদস্য রাষ্ট্রদের স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) নামে ৬৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি তহবিল ঘোষণা করে। সেখানে আফগানিস্তানও আছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় সে তহবিল থেকে বঞ্চিত হতে হচ্ছে দেশটিকে।

Mumbaikar express their concern for Afghanistan minorities

আইএমএফের মুখপাত্র গ্যারি রাইস বলেন, বিশাল সেই তহবিলের কোনো অংশ পাবে না আফগানিস্তান। এর জন্যে দায়ী দেশটির সরকারের ওপর অনাস্থা ও রাজনৈতিক অস্থিরতা। আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তান সরকারকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না। কারণ আমাদের কিছু নীতিমালা আছে। এর বাইড়ে আমরা যেতে পারিনা।

তিনি আরও বলেন, এসব কারণে আফগানিস্তান আইএমএফের তহবিল পাচ্ছে না। তাছাড়া আইএমএফে থাকা দেশটির সম্পদও ব্যবহার করা যাচ্ছে না আপাতত। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বেশ উদ্বেগজনক। তাছাড়া সেখানে অর্থনৈতিক ও মানবিক সংকট দেখা দিয়েছে।

ইত্তেফাক/টিআর