শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এই প্রথম গ্রেফতার হলো সামরিক অভ্যুত্থান পরিকল্পনাকারীরা: সুদানের প্রধানমন্ত্রী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭

সুদানে সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে সেনা কর্মকর্তারা দেশটির রাজধানী খার্তুমে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার ভবন দখলের চেষ্টা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। লোকজনের উচিত এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা।

এই ঘটনার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হ্যামদক। তিনি বলেন, এই সামরিক অভ্যুত্থানচেষ্টার সঙ্গে সেনাবাহিনীর ভেতরের ও বাইরের লোকজন জড়িত ছিলো। সুদানের ইতিহাসে এই প্রথমবার সামরিক অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হলো।

এদিকে, সামরিক অভ্যুত্থানচেষ্টার নেতাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সুদান সরকারের এক মুখপাত্র। ক্ষমতাচ্যুত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসনের অবশিষ্টাংশ এই চেষ্টায় অংশ নিয়েছিল।

সুদানে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক জেইবান সালিহর বরাতে বলা হয়, এই ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/টিআর