শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তান থেকে আসা ৩ টন হেরোইন জব্দ ভারতে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

ভারতের গুজরাটে প্রায় তিন টন ওজনের হেরোইন জব্দ করা হয়েছে। এসব হেরোইন উৎপাদিত হয়েছে আফগানিস্তানে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে জব্দ হওয়া ওই হেরোইনের আনুমানিক মূল্য ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। মাদক নিয়ন্ত্রণে কর্মরত গোয়েন্দা কর্মকর্তারা এই অভিযান চালিয়েছেন। উদ্ধার মাদকের প্রকৃত বাজার মূল্য বের করারও চেষ্টা চলছে।

India seized $2.7bn in Afghan heroin amid Taliban takeover chaos | Drugs  News | Al Jazeera

ভারতের ডিরোক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই) এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের কর্মকর্তারা যখন কনন্টেইনারে তল্লাশি চালায় তখনই বিষয়টি ধরা পড়ে। মাদক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জানা যায় এগুলো আসলে হেরোইন।

বিবৃতিতে আরও বলা হয়, দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে অভিযান চালানো হচ্ছে। আফগানিস্তানের কোনও নাগরিক এর পেছনে রয়েছে কিনা সে ব্যাপারেও তদন্ত চলছে।

আফগানিস্তান আফিম রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থান দখল করে আছে। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের তথ্যানুসারে, সারাবিশ্বে আফিমের চাহিদার ৮০ শতাংশেরও বেশি পূরণ করে থাকে দেশটি।

ইত্তেফাক/টিআর