শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অকাস চুক্তি পরমাণু অস্ত্র প্রতিযোগিতা উসকে দিতে পারে: উ. কোরিয়া

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন নিরাপত্তা জোট অকাসের নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে, এই চুক্তি ‘পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা’ উসকে দিতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে কৌশলগত ভারসাম্য নষ্ট করতে পারে এই চুক্তি অকাসের আওতায় প্রথম বারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে অস্ট্রেলিয়াকে প্রযুক্তি সরবরাহ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের।

AUKUS alliance may lead to arms race, provocation — Malaysia - Saudi Gazette

ধারণা করা হচ্ছে, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার চেষ্টায় অকাস গঠন করা হয়েছে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ত্রিপক্ষীয় এ জোটের ঘোষণা দেন। এর আওতায় রয়েছে ক্রুজ মিসাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তি সরবরাহের বিষয়টিও।

এ চুক্তি নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তা বলেন, এইসব কর্মকাণ্ড খুবই অনাকাঙ্ক্ষিত ও বিপজ্জনক।

ইত্তেফাক/টিআর