শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়ার এলব্রাসে ৫ পর্বতারোহীর মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৩

৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতা সম্পন্ন রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচজন আরোহণকারী মারা গেছেন। বিষয়টি জানিয়েছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এএফপি এক প্রতিবেদনে জানায় বৃহস্পতিবার ১৯ জন আরোহনকারীর একটি দল ৫ হাজার মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। 

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত, পাঁচ জনের মৃত্যু হয়েছে। বাকি ১৪ জনকে নীচে আজাউ উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বাতাস, ঝাপসা দৃশ্যমানতা ও শূন্যের নিচে থাকা  তাপমাত্রার মতো পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়েছে।

Dramatic footage shows rescue after storm left five climbers dead on  Russia's Mt Elbrus - R6Nationals

আয়োজক সংস্থাটি জানায়, পর্বতারোহীদের সাথে চারজন  পেশাদার গাইড ছিল। আরোহণের সময়, একজন আরোহী অসুস্থ বোধ করলে একজন গাইডের সাথে ফিরে যায়। পরে ওই আরোহী "গাইডের বাহুতে" মৃত্যুবরণ করে।

বাকিরা চূড়ায় আরোহণ করতে গেলে "অনাকাঙ্ক্ষিত ঝড়ের" কবলে পড়ে। আরোহীদের মধ্যে একজনের এক পা ভেঙে যায়। দুজন পর্বতারোহী ঠাণ্ডায় জমে মারা যান। অন্য দুইজন সংজ্ঞা হারিয়ে ফেললে তাদের নিচে নামিয়ে আনার সময় মৃত্যু হয়।

ইত্তেফাক/এএইচপি