বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গরুর ঋণ শোধ করা অসম্ভব: মোদি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গোমাতার ঋণ শোধ করা কখনও সম্ভব নয়। তাই গরুর স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন করে ৫০০ কোটি রুপির প্রকল্প হাতে নিয়েছে তার সরকার। ভারতের বৃন্দাবনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। খবর  ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’র।

তিনি বলেন, ‘গরু ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। গোমাতার ঋণ আমরা কখনও শোধ করতে পারবো না। তাই প্রাণীটির উন্নয়নে কাজ করছে তার সরকার।’

মোদি বলেন, গ্রামীন অর্থনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হলো গরু। এটি আমাদের কৃষিতে অনেক সাহায্য করে। দুধ দেয়।

আরও পড়ুনঃ এবার অনলাইনে সঙ্গী খুঁজবে গরু!, চালু হলো ডেটিং অ্যাপ

সম্প্রতি ঘোষণা করা ভারতের কেন্দ্রীয় বাজেটে গরুকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে বলেও জানান মোদি। তার সরকার গরুর জন্য ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ’ নামে একটি প্রকল্পও হাতে নিয়েছে।

ইত্তেফাক/টিএস