শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মালিতে হামলায় ১৬ সেনা নিহত

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:৩৯

মালির মধ্যাঞ্চলে বুধবার (৬ অক্টোবর) হামলায় ১৬ সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মালি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের লক্ষ্য করে বিস্ফোরক হামলা চালানো হয়। এর পর উভয়পক্ষে বড় ধরনের বন্দুক যুদ্ধ চলে। এতে ১৫ হামলাকারী নিহত এবং ২০টি মোটর সাইকেল আটক করা হয়। এ হামলার জন্য জিহাদীদের দায়ী করেছে সেনাবাহিনী।

Latest: 16 soldiers killed in Mali terrorist attack

সেনাবাহিনী নয় জনের নিহত হওয়ার কথা জানালেও একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র নিহতের এ সংখ্যাটি নিশ্চিত করেছে।

২০১২ সালে জিহাদীদের তৎপরতা প্রথম শুরুর পর থেকে মালি কর্তৃপক্ষ তা দমনে চেষ্টা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত হাজার হাজার সামরিক ও বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে।


 
জাতিসংঘ ও ফ্রান্সের হাজার হাজার সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও এই সহিংসতা মালির মধ্যাঞ্চলকে গ্রাস করেছে এবং ছড়িয়ে পড়েছে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও।

ইত্তেফাক/এএইচপি