শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা ঠেকাতে যুক্তরাজ্যের পদক্ষেপ ‘বড় ব্যর্থতা’

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১১:৫১

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রাথমিক অবস্থায় সংক্রমণ ঠেকাতে আরও ব্যবস্থা নিতে পারেনি যুক্তরাজ্য সরকার। এই ঘটনাকে দেশটির সরকারি স্বাস্থ্যসেবার ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করেন আইনপ্রণেতারা। ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিজ বিজ্ঞানীদের সমর্থনে ব্রিটিশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। কার্যত তারা সংক্রমণের মধ্য দিয়ে হার্ড ইমিউনিটি অর্জন করতে চেয়েছিলো। আর সেই কারণেই প্রথম লকডাউন আরোপে দেরি হয়ে যায়, বাড়ে প্রাণহানি।

COVID: UK variant up to 100 percent more deadly, study finds | Coronavirus  pandemic News | Al Jazeera

তবে ব্রিটিশ সরকারের সফলতাও রয়েছে, বিশেষ করে টিকাদান কর্মসূচিতে। গবেষণা থেকে শুরু করে উন্নয়ন এবং টিকা চালুর সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে আইনপ্রণেতারা ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে কার্যকর উদ্যোগ অভিহিত করেছেন।

বিবিসি জানায়, ব্রিটিশ পার্লামেন্টের হেলথ অ্যান্ড সোস্যাল কেয়ার কমিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির দীর্ঘ প্রতিক্ষিত প্রতিবেদনে এসব অনুসন্ধান হাজির করা হয়েছে। এসব কমিটিতে সব দলের আইনপ্রণেতারা অংশগ্রহণ করেছেন।

ইত্তেফাক/টিআর