শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে শ্যানশি প্রদেশে বন্যায় ১৫ জনের প্রাণহানি

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:৪৭

চীনের উত্তরাঞ্চলীয় শ্যানশি প্রদেশে অব্যাহত ঝড়বৃষ্টিতে ১৫ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে আরো তিনজন। প্রাদেশিক সরকার মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছে।

সূত্র আরো জানায়, গত ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত অব্যাহত বৃষ্টিতে রেকর্ড বন্যা দেখা দিয়েছে। প্রায় ৭৬ টি এলাকার ১৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখ ২০ হাজার একশ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও বন্যা ও বৃষ্টিতে প্রায় দুই লাখ ৩৮ হাজার ৪৬০ হেক্টর জমির ফসল বিনষ্ট এবং ৩৭ হাজার সাতশ বাড়িঘর ধ্বংস হয়েছে।

চীনে শ্যানশি প্রদেশে বন্যায় বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ মানুষ 

রাষ্ট্রায়ত্ত গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, প্রদেশটিতে ভূমিধসে চার পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে অন্যান্য হতাহতের বিষয়ে কিছু জানায়নি তারা। শ্যানশির বন্যা হেনানের চেয়েও মারাত্মক হতে পারে বলে টাইমসের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত সপ্তাহে প্রাদেশিক রাজধানী তাইওয়ানে প্রায় ১৮৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ইত্তেফাক/এএইচপি