শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১০:০৪

নরওয়েতে তীর-ধনুক হামলায় প্রাণ গেছে ৫ জনের, আহত হয়েছেন দু’জন। বুধবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নরওয়ের কংসবার্গ শহরে এই ঘটনা ঘটে।

Norway bow-and-arrow-attack death toll reaches 5 - TeleTrader.com

রাজধানী অসলো থেকে দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরের একটি সুপারমার্কেটে চালানো হয় এ হামলা। জড়িত সন্দেহভাজনকে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। তবে তার আগে নিরাপত্তা বাহিনীর সাথে বেশ কিছুক্ষণ সংঘর্ষ হয় তার। হামলাকারী একাই ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। 

হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে করেও টহল দিয়েছে পুলিশ। এ ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। নিরাপত্তার স্বার্থে শহরটির বেশ কিছু এলাকা কাঁটাতারে ঘিরে রাখা হয়েছে। স্থানীয়দের আপাতত ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

ইত্তেফাক/এফএস