মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নৌ সেনাদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করলো মার্কিন যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২৩:৪০

নৌবাহিনীর সদস্যদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী। দেশটির নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ২৮ নভেম্বর সময় সীমার মধ্যে যে নৌ সেনা করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিবে না তাকে নৌ বাহিনী থেকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বলা হয়, ‘কোভিড-১৯ ভ্যাকসিন সকল সামরিক সদস্যের জন্য বাধ্যতামূলক। যাদের ভ্যাকসিন গ্রহণ পেন্ডিং আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করবে না তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নৌ বাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে।’

File:Flickr - Official U.S. Navy Imagery - Naval Health Clinic Corpus  Christi holds a SHOTEX..jpg - Wikimedia Commons

পেন্টাগনের প্রথম স্পষ্ট নির্দেশনা ছিল যে আগস্টের মধ্যে সেনাবাহিনীর সকল সদস্যের ভ্যাকসিন নিতে হবে। যারা ভ্যাকসিন নিবে না তাদের বহিষ্কার করা হবে।

নৌ বাহিনী বলেছে, ৩ লাখ ৫০ হাজার সক্রিয় নৌ সেনার মধ্যে ৯৮ শতাংশ ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে অথবা সম্পন্ন করেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ১৪ লাখ সক্রিয় সেনা সদস্যের ৯৬.৭ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছে এবং ৮৩.৭ শতাংশ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।

ইত্তেফাক/এএইচপি