শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাজ্যের এমপি হত্যায় সন্দেহভাজন যুবক আটক

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৮:১৯

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস হত্যাকাণ্ডে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে আটক দেখানোর পর লন্ডনের পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে বিবিসি।

আটক ২৫ বছর বয়সী আলী হারবি আলীকে ২২ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি ছাড়া এই হামলায় আরও কেউ জড়িত রয়েছেন; এমন কোনও তথ্য এখনও পুলিশের হাতে নেই।

এর আগে শুক্রবার নিজের নির্বাচনী এলাকা অ্যাসেক্সের একটি গির্জায় বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময় হঠাৎ ছুরিকাঘাত করা হয় সিনিয়র আইনপ্রণেতা অ্যামেসের ওপর। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তারা একটি ছুরিও জব্দ করেছে। এছাড়া এ ঘটনার সঙ্গে তারা আর কাউকে খুঁজছে না।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তদন্তের অংশ হিসেবে লন্ডনের দুটি স্থানে তাল্লাশি চালানো হয়েছে। আটক ব্যক্তি বর্তমানে অ্যাসেক্স পুলিশ হেফাজতে রয়েছেন। ডেভিড অ্যামেস কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপির দায়িত্ব পালন করছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার পর তারা এ হামলার খবর পান। এবং সেখানে ছুটে গিয়ে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্মীরা তাকে যথাযথ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনি মারা যান।

যুক্তরাজ্যে গত পাঁচবছরে ডেভিড অ্যামেসসহ দুইজন এমপি হামলায় নিহত হলেন। এর আগে ২০১৬ সালে লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যা করা হয়। উত্তর ইংল্যান্ডে নিজের নির্বাচনী এলাকায় প্রথমে তাকে গুলি ও পরে ছুরিকাঘাত করা হয়েছিল।


ইত্তেফাক/এনঅ