বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে বেলারুশ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২০:১৩

বেলারুশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলা দে বুইয়ান্স দে লাকোস্তকে বহিষ্কার করেছে মিনস্ক সরকার। আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে- রাষ্ট্রদূত লাকোস্ত এরইমধ্যে বেলারুশ থেকে চলে গেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

খোদ ফরাসি বার্তা সংস্থা এএফপি-ও রাষ্ট্রদূত বহিষ্কারের কারণ জানাতে পারে নি। এ বিষয়ে মিনস্কে অবস্থিত ফ্রান্সের দূতাবাস সূত্রের সঙ্গে যোগাযোগ করলে তারাও কিছু বলতে পারে নি।

বেলারুশের গণমাধ্যম জানিয়েছে, প্যারিসে নিযুক্ত বেলারুশের রাষ্ট্রদূত ইগর ফেসেনকোকে দেশে ডেকে পাঠিয়েছে মিনস্ক। দেশটির গণমাধ্যম বলছে, মিনস্কে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার পর থেকে এ পর্যন্ত ফরাসি রাষ্ট্রদূত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কখনো সাক্ষাৎ করেন নি এবং তার পরিচয়পত্রের কপিও জমা দেন নি। এর পরিবর্তে তিনি বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেইয়ের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। পার্সটুডে।

ইত্তেফাক/এএইচপি