শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানের কারাকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৭:৫৮

পাকিস্তানের কারাকে শহরের বাসিন্দারা শনিবার (১৬ অক্টোবর) গ্যাস, অন্যান্য মৌলিক সুবিধার অভাবে সাত ঘণ্টা টায়ার জ্বালিয়ে সিন্ধু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

বিক্ষোভের নেতৃত্ব দেন, পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য এবং জমিয়তে উলামায়ে ইসলাম (এফ) কর্মী মাওলানা শাহ আবদুল আজিজ। এর আগেও সিপিএফের বাইরে গ্যাস সরবরাহে বিলম্বের বিরুদ্ধে 'সশস্ত্র বিক্ষোভ' করার ঘোষণা দিয়েছিলেন জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা।

শনিবার (১৬ অক্টোবর) সকালে সশস্ত্রসহ বিক্ষোভকারীরা বান্দা দাউদ শাহের দিকে যেতে শুরু করে। জেলা প্রশাসন ও পুলিশ আম্বরী কল্লাই চকে তাদের বাধা দেয়। এরপর বিক্ষোভকারীরা রাস্তায় পুরনো টায়ার জ্বালিয়ে প্রায় সাত ঘণ্টা যান চলাচলের জন্য রাস্তা অবরোধ করে রাখে।

কারাকের সহকারী কমিশনার হামিদ ইকবাল শাহ আবদুল আজিজ এবং একটি স্থানীয় মানবাধিকার সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেন। এরপর কারাকে প্রশাসন বিক্ষোভকারীদের বান্দা দাউদ শাহের কাছে যাওয়ার অনুমতি দেয় এরপর তারা সিপিএফের গেটে বিক্ষোভ করে।

ইত্তেফাক/এএইচপি