শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাইতিতে মার্কিন মিশনারীদের মুক্তিতে ১৭ মিলিয়ন ডলার দাবি

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১০:২৭

হাইতিতে ১৭ আমেরিকান ও কানাডীয় মিশনারিদের মুক্তিপন দাবি করা হয়েছে ১৭ মিলিয়ন ডলার। (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৭০ লাখ)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

হাইতির বিচারমন্ত্রী লিসেট কুইতেল জানিয়েছেন, ফোর হান্ড্রেড মায়োজো গ্যাংটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এবং হাইতির পুলিশ। হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্স এর বাইরে থেকে মিশনারি গ্রুপটিকে অপহরণ করে ফোর হান্ড্রেড মায়োজো গ্যাং।

গত শনিবার অপহূত হওয়ার সময় পাঁচ পুরুষ, সাত নারী এবং পাঁচ শিশুর দলটি একটি এতিমখানা পরিদর্শন শেষে ফিরে আসছিলেন।

ইত্তেফাক/টিআর