শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালুর কথা ঘোষণা ট্রাম্প

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১২:০৩

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করার কথা ঘোষণা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সামাজিক যোগাযোগমাধ্যমের নাম হবে ‘ট্রুথ সোশাল’।

TRUTH Social: Donald Trump Launches His Own Social Media App to 'Stand Up  to Big Tech' | Technology News

ট্রাম্পের সংস্থার বিবৃতি অনুসারে, আগামী নভেম্বরেই আমন্ত্রিত অতিথিদের জন্য ‘ট্রুথ সোশ্যাল’-র একটি বেটা সংস্করণ পাওয়া যাবে। জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটল সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে টুইটার, ফেসবুক-সহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।

Donald Trump to launch social media platform 'TRUTH Social' soon

গতকাল ট্রাম্প জানিয়েছেন যে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ চালু করার লক্ষ্য হল বিগ টেক কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বী তৈরি করা। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে টুইটারে তালেবানের ব্যাপক উপস্থিতি রয়েছে, তবুও আপনার প্রিয় আমেরিকান প্রেসিডেন্টকে চুপ করে রাখা হয়েছে। এটি মেনে নেওয়া যায় না।’

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। গত নির্বাচনে তাকে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন ট্রাম্প ও তার অনুগামীরা।

ইত্তেফাক/এফএস