মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২০২২ সালেও চলতে পারে করোনা মহামারি: ডব্লিউএইচও

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১২:৫৫

২০১৯ সালের ডিসেম্বরে ছড়িয়ে পরা করোনাভাইরাসের ছোবল থেকে এখনো বের হতে পারেনি বিশ্ব। এই পরিস্থিতি ২০২২ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পরে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মহামারি দীর্ঘ হওয়ার এই আশঙ্কার পেছনে দরিদ্র দেশগুলোর প্রয়োজনীয়সংখ্যক টিকা না পাওয়ার বিষয়টি সামনে এনেছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচ'র ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলেছেন, এখনো পর্যাপ্ত টিকা পায়নি দরিদ্র দেশগুলো। এতে করোনা সংকট কোনো অংশেই কমবে না। বরং ২০২২ সালেও ভাইরাসটি পৃথিবীতে ঘুরে বেড়াবে।

Covid pandemic will easily drag on deep into 2022, warns WHO, World News |  wionews.com

বিবিসির জানায়, আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত করোনার টিকা গ্রহণ করার সুযোগ পেয়েছেন। সে তুলনায় অন্যান্য মহাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।

এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, দরিদ্র দেশগুলোতে ধীর গতিতে টিকা সরবরাহের অর্থ করোনা মহামারি দীর্ঘস্থায়ী হওয়া।

ইত্তেফাক/টিআর