শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়ার বিস্ফোরক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৫

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০২:৪৫

মস্কোর দক্ষিণ পূর্বে একটি শিল্প বিস্ফোরক কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনায় ১৭ আহত হয়েছেন। এদের মধ্যে সাত জন মারা গেছেন এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নয় জন নিখোঁজ রয়েছে। তাদের কী পরিণতি হয়েছে তা এখনো জানা যায়নি।’

Fire kills 15 at Russian explosives factory - International - World - Ahram  Online

এর আগে তারা জানায়, রিয়াজান অঞ্চলের পিজিইউপি ইলাস্টিক কারখানায় প্রযুক্তিগত প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার ফলে এ অগ্নিকণ্ড- ঘটে থাকতে পারে।

মস্কো থেকে প্রায় ৩শ’ কিলোমিটার দূরে লেসনয়ি গ্রামে অবস্থিত ওই কারখানার ওয়েবসাইটে বলা হয়, কারখানাটি শিল্প বিস্ফোরক উৎপাদন করে। জরুরি মন্ত্রণালয় জানায়, তারা স্থানীয় সময় ৮টা ২২ মিনিটে প্রথম কারখানায় আগুন ছড়িয়ে পড়ার খবর পায়।

এর আগে স্থানীয় প্রশাসনের প্রধান বার্তা সংস্থা তাস’কে জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার ওয়ার্কশপের ভিতরে ১৭ জন ছিলেন। মন্ত্রণালয় জানায়, তারা ওই এলাকায় ১৭০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছে।

ইত্তেফাক/এএইচপি