শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইইউ মিশনে নিরাপত্তার প্রতিশ্রুতি তালেবানের

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬:৩১

কাবুলে নবায়ন করা ইউরোপীয় ইউনিয়নের যেকোনো মিশনের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউরোপীয় এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে আমরা আফগানিস্তানে সর্বনিম্ন উপস্থিতি বজায় রাখার বিষয়ে কাজ করছি। এক মাসের মধ্যে দেশটিতে ইউরোপীয় মিশন চালু করা হতে পারে।

SOS from a gurdwara in Kabul: Sikhs and Hindus want India to help them  leave Afghanistan

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী দখল করে নেয়ার পর অনেক দূতাবাসের পাশাপাশি ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস কাবুলে তাদের মিশন বন্ধ করে দেয় এবং আগস্টে তাদের স্টাফদের সরিয়ে নেয়।

সোমবার (২৫ অক্টোবর) তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, ‘আফগানিস্তানে ইউরোপীয় মিশন ফের চালু করা হবে যুক্তিযুক্ত এবং  একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা তাদের এমন পদক্ষেপকে স্বাগত জানাই।’ ‘কাবুলে অন্যান্য দূতাবাসের নিরাপত্তা যেভাবে নিশ্চিত করা হচ্ছে, সেভাবে ইউরোপীয় দূতাবাস ও ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

ইত্তেফাক/এএইচপি