শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুদানের সামরিক অভ্যুত্থানে ‘কঠোর নিন্দা’ যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:১৩

সম্প্রতি সুদানের ক্ষমতা দখল করে নেয়ায় দেশটির সামরিক বাহিনীর ‘কঠোর নিন্দা’ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বেসামরিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা ফিরিয়ে দেয়ার এবং আটক প্রধানমন্ত্রীকে মুক্তিদানের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। 

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র সুদানের সামরিক বাহিনীর এমন পদক্ষেপের কঠোর নিন্দা জানাচ্ছে।’‘আমরা বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ইতি ঘটানোকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

International community voices concern after coup in Sudan | | AW

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ব্যবহার করছে এমন খবরের ব্যাপারে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ইত্তেফাক/এএইচপি