বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সব ধরনের ফ্লাইট স্থগিত করলো সুদান

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:৪১

সুদান আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অন্তর্মুখী ও বহির্মুখী সকল ফ্লাইট স্থগিত করেছে। সামরিক অভ্যুত্থানের কারণে দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হলো। মঙ্গলবার দেশটির বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপির

বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষের মহাপরিচালক ইব্রাহিম আদলান বলেন, ‘দেশের বর্তমান বিশৃখলাপূর্ণ পরিস্থিতির কারণে ৩০ অক্টোবর পর্যন্ত খার্তুম বিমানবন্দরে অন্তর্মুখী ও বহির্মুখী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে।’

সোমবার(২৬ অক্টোবর) সুদানের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। তারপর থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি করে সেনা বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৭ এবং আহত হয়েছে প্রায় ১৪০ জন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়েচভেলে।

ইত্তেফাক/এমআর