শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিস্ফোরণে আবারও রক্তাক্ত কাশ্মীর, নিহত ১

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৩

কাশ্মীরের পুলওয়ামা হামলার রেশ কাটতে না কাটতেই আবার আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন ভারতের এক সেনা কর্মকর্তা। শনিবার ভারতের সীমান্ত লাগোয়া রাজৌরিতে হওয়া এই বিস্ফোরণে আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য।

জানা গেছে, সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে একটি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, সীমান্তে পাকিস্তানি জঙ্গিরাই এই বিস্ফোরক রেখেছে। তাদের উদ্দেশ্য ছিল বড় কোনো বিস্ফোরণ। তবে বিস্ফোরক থাকার খবর পেয়ে তা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছায় দেশটির সেনা সদস্যরা। পরে বোমাটি নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটে বিস্ফোরণ।

আরও পড়ুন:  নাটোরে অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘরসহ গবাদি পশু পুড়ে গেছে

এর আগে ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ সদস্যদের বহন করা দুইটি বাসে ২০০ কেজি বিস্ফোরক ভর্তি গাড়ি ধাক্কা মারে। এতে শহীদ হন ৪৪ জন সেনা সদস্য। এই ঘটনার দায় স্বীকার করেছিল জইশ-ই-মুহম্মদ।

ইত্তেফাক/জেডএইচডি