শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাজিল সীমান্ত বন্ধের ঘোষণা মাদুরোর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৮

ভেনিজুয়েলার ব্রাজিল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বৃহস্পতিবার রাতে তিনি এই ঘোষণা দেন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  বিদেশি ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে টেলিভিশনে এ ঘোষণা দেন মাদুরো।  

এছাড়া কলম্বিয়া সীমান্ত বন্ধের পরিকল্পনা করছেন বলেও উল্লেখ করেন তিনি। 

গত মঙ্গলবার ভেনিজুয়েলার সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ত্রাণ চালান ঠেকাতে তারা সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে।

এছাড়া প্রেসিডেন্ট মাদুরো আমেরিকার পাঠানো ত্রাণকে লোক দেখানো বলে উল্লেখ করেন। ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটানোর অভিযোগ এনেছেন মাদুরো।

আরো পড়ুন: ‘পুরো দেশ কাঁদছিল, আর মোদী শুটিং করছিলেন’

অন্যদিকে ভেনিজুয়েলার বিরোধী  নেতা হুয়ান গুয়াইদো ঘোষণা দিয়েছেন যেকোন প্রকারে কলম্বিয়া সীমান্ত দিয়ে ত্রাণ নিয়ে প্রবেশ করবেন তিনি।

ইত্তেফাক/এসআর