শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাদুরোর বিরুদ্ধে আরো অবরোধ আরোপ করা হবে : গুয়াইদো

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৫:২৬

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো বলেছেন, নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে নতুন করে আরো অবরোধ আরোপ করা হবে। সোমবার তিনি এ কথা বলেন। খবর এএফপি’র। 

গুয়াইদোর বরাত দিয়ে ভিপিআই টিভি জানায়, ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ আরো বাড়ানো হবে। এ অঞ্চলের অন্যান্য দেশ সফর করে দেশে ফিরে আসা বিরোধী দলীয় এ নেতা নতুন নিষেধাজ্ঞা কখন থেকে কার্যকর করা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।  

যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি ভেনিজুয়েলায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয়ায় মার্কিন প্রশাসন দেশটির ন্যাশনাল গার্ড ও পুলিশ বাহিনীর অনেক সদস্যের নামের তালিকা করেছে।

গত জানুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানি পিডিভিএসএ’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২৩ জানুয়ারি ভেনিজুয়েলার জাতীয় পরিষদের স্পিকার গুয়াইদো দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দাবি করে। লিমা গ্রুপের দেশগুলো মেক্সিকো ব্যতীত) ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে গুয়াইদোকে স্বীকৃতি দেয়।

আরো পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ দূষিত শহরের ৭ টি ভারতের 

ভেনিজুয়েলার এমন ঘোলাটে পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব সংলাপের আহবান জানান।  

ইত্তেফাক/এসআর